
নিজস্ব প্রতিবেদনঃআড়াই বছরের এক শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে নজির গড়লেন শিলিগুড়ি থানার কর্তব্যরত পুলিশ কর্মী সত্যেন রায়।বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় আয়ুশের চিকিৎসার জন্যে তার পরিবারের হাতে অর্থ তুলে দিলেন শিলিগুড়ি থানার সিসি ক্যামেরা কন্ট্রোল রুম আই সি সত্যেন রায় ও তার টিম।জানা গিয়েছে,তাদের বেতনের একাংশ টাকা একত্রিত করে ওই ছোট্টো শিশুর চিকিৎসার জন্যে আয়ুশের বাবা নীল চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয়।প্রসঙ্গত,গত দেড় মাস আগে ৪ তালা থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয় রবীন্দ্র নগরের বাসিন্দা নীল চক্রবর্তীর ছেলে আয়ুস চক্রবর্তী।এরপর মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে তার চিকিৎসা চলে।তবে প্রয়োজন প্রচুর টাকা।কয়েক লক্ষ টাকা খরচ করা হলেও সুস্থ হয়ে উঠেনি আয়ুশ।তাই আয়ুস এর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়ে সোশ্যাল-মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নীলবাবু।এই খবর চাউর হতেই আয়ুশের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সত্যেনবাবু ও তাঁর টিম এবএ অন্যান্য পুলিশকর্মীরা।
