নিয়মের বাইরে অতিরিক্ত বিল নেওয়া যাবে না, শিলিগুড়িতে নার্সিং হোম পরিদর্শনে গৌতম দেব

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার শিলিগুড়ির দুটো বেসরকারি নার্সিং হোম পরিদর্শন করে কর্তৃপক্ষের সাথে কথা বলেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার। সম্প্রতি পুর নিগমের বৈঠকে যে সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো ঠিক-ঠাক মেনে চলা হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে বেরিয়েছেন গৌতমবাবু। সরকারি রেট অনুযায়ী বিলিং, স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগী ভর্তি, বেড স্ট্যাটাস ডিসপ্লে করা, অ্যাম্বুলেন্স ও ডেথ ক্যারেজ ভ্যানের সঠিক ভাড়া নেওয়া ইত্যাদি বিষয় গুলোর তত্ত্বাবধানও করছেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, সোমবার দুটি নার্সিং হোম পরিদর্শনের পর আগামীতে বাকি হেল্থ কেয়ার ইনস্টিটিউটগুলোও তাঁরা পরিদর্শন করবেন।