১৯শে মে ভাষা শহিদ দিবস

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার ১৯ মে ভাষা শহিদ দিবস। ১৯৬১ সালের ১৯মে অসমের শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে লড়াই চালাতে গিয়ে ১১জন শহিদ হন।এরমধ্যে মহিলা শহিদ কমলা ভট্টাচার্যও ছিলেন। শিলিগুড়িতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন, ২০১৮ সালে তাঁরা শিলিগুড়ি থেকে তিনজন শিলচর পবিত্র ভাষা তীর্থস্থল ঘুরে এসেছেন। এবার করোনা পরিস্থিতিতে তাঁরা এই ভাষা শহিদ দিবস সেভাবে পালন করতে না পারলেও যে যার বাড়িতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন।