শিলিগুড়ি পুরসভায় করোনা নিয়ে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার করোনা নিয়ে শিলিগুড়ি পুরসভায় একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়।সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব , এস ডি ও শিলিগুড়ি, কমিশনার শিলিগুড়ি পুর সভা, প্রশাসনিক এ ডি এম, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বি সি ডি এ এবং রিটেল ও হোল সেল অক্সিজেন সরবরাহকারী সংস্থা । গৌতম দেব জানিয়েছেন, ওষুধের কোনো সমস্যা নেই, ব্র্যান্ডের বদলে জেনেরিক নাম হয় তাহলে কোনো সমস্যা হবে না বলে বি সি ডি এ জানিয়েছে । অক্সিজেন নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে । অক্সিজেন সরবরাহ বাড়ানো নিয়ে তিনি জেলা শাসক ও নোডাল অফিসার মনীশ জৈনের সঙ্গে কথা বলেছেন । শিলিগুড়ি হাসপাতালকে উন্নত করা হচ্ছে । ২০ টি এইচ ডি ইউ বেড হচ্ছে তারমধ্যে ৫ টি ভেন্টিলেটর সহ ১ টি ট্রান্সপোর্ট ভেন্টিলেটর থাকবে । অক্সিজেন পাইপ লাইন এক্সটেন্ড হচ্ছে মেডিক্যাল কলেজে ।