করোনার এই দুর্যোগে মানুষের পাশে থেকে আবারও মানবিক দৃষ্টান্ত বাপন দাসের

নিজস্ব প্রতিবেদন ঃআবার মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন শিলিগুড়ি মহকুমার বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা তথা পুলিশকর্মী বাপন দাস । কিছুদিন আগে তিনি সোশ্যাল পোস্ট করেন করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন, অক্সিমিটার স্যানিটাইজার কিনতে চাই । আর সেই আবেদনে সাড়া দেন ইসলামপুর থেকে শিলিগুড়ি প্রচুর মানবদরদী মানুষ। সেইসঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয় শিলিগুড়ি ধান মন্ডলি ও যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া ‌। বৃহস্পতিবার বাপন দাস তার সোসাইটির সদস্যদের নিয়ে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ডাক্তার বিশ্বজিৎ দত্তকে সামনে রেখে সমস্ত জিনিসপত্রগুলি সোসাইটির হাতে তুলে দেন। একইসঙ্গে তিনি জানান, তাদের সোসাইটির দুটি এম্বুলেন্স আছে,যা করোনা রোগীদের জন্য কাজ করবে এবং যাদের অক্সিজেন সিলিন্ডার দরকার তাদেরকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা হবে। সেই সঙ্গে অক্সিমিটারও দেওয়া হবে এবং করোনা আক্রান্ত পরিবারের বাড়ি স্যানিটাইজেশন করা হবে । বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার বিশ্বজিৎ দত্ত জানান, খুব ভালো লাগছে যে মুখ্যমন্ত্রীর অনুরোধে বাপনবাবু এবং তার ওয়েলফেয়ার টিম করোনা আক্রান্ত পরিবারের কথা ভেবে এতকিছু আয়োজন করেছে । ডাক্তার দত্ত আরো বলেন, তাদের দুটি অ্যাম্বুলেন্স দিবারাত্রি সার্ভিস দিচ্ছে, সেই সঙ্গে অক্সিজেন সিলিন্ডার অক্সিমিটার নিয়ে বহু রোগী উপকৃত হবে।বাপন দাস বলেন *মানুষ মানুষের জন্য* মানুষের কাছে আবেদন করেছিলাম তার ফলস্বরূপ মানুষ সাহায্য করেছে এই অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য। ধন্যবাদ জানাই আমার সেই সকল সোশ্যাল বন্ধুদের এবং যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়াকে ।