
নিজস্ব প্রতিবেদনঃকরোনা মহামারীর জেরে যখন রাজ্য তথা দেশে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার মতো ঘটনা ঘটছে, তখন স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে রুগীদের বিনা শুল্কে অক্সিজেন পৌঁছে দিতে দিন রাত্রি কাজ করে চলেছেন উত্তর দিনাজপুর জেলার ডালখোলার চার যুবক। শুধু তাই নয় মানুষের স্বার্থে জন সমাগম হয় এমন সব জায়গায় নিজেদের উদ্যোগে নিজেরাই স্যানিটাইজার মেশিন নিয়ে সনেটাইজ করার কাজ করছেন তাঁরা । ডালখোলার এই চার যুবকের কর্মকান্ডে উদ্বুদ্ধ এলাকাবাসী। মূলত এলাকাবাসীর সহায়তায় তারা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিন রাত্রি মানুষের সেবা করার কাজ করে চলেছেন। তাদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছেন কলেজ ও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী। ডালখোলার এই চার যুবকের মধ্যে কেউ শিক্ষক কেউবা ব্যবসায়ী আবার কেউবা সাংবাদিকতার সাথে যুক্ত। এই চার যুবক জানান, করোনো কালে অনেকে তাদের বয়স্ক বাবা মাকে ছেড়ে কর্মসূত্রে বাইরে রয়েছে। সেই সব বয়স্ক নাগরিকদের যে কোনো সমস্যায় তারা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে থাকা অনেকে এই যুবকদের ফোন নম্বর নিয়ে রাখছে তাদের বয়স্ক বাবা মার সাহায্যের জন্য। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে এই চার যুবক সমাজসেবার কাজ করে চলেছেন তাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে বিশিষ্ট জনেরা সাধুবাদ জানিয়েছেন।
