লকডাউনের মধ্যে নাগরাকাটা থেকে শিলিগুড়ি এসে অক্সিজেন নিয়ে গেলেন অন্যরকম নিবেদিতা

নিজস্ব প্রতিবেদন ঃ দেশের রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেয়েছেন ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সরকারি নার্স সোনালী সামন্ত। কিন্তু এই করোনা মহামারীতে ডুয়ার্সের ওইসব প্রত্যন্ত এলাকায় বহু মানুষের মৃত্যু হচ্ছে অক্সিজেনের অভাবে। তাই মনুষ্যত্ববোধ এবং বিবেকের তাড়নায় রবিবার লকডাউনের মধ্যে শিলিগুড়ি এসে একটি অক্সিজেন নিয়ে গেলেন সোনালীদেবী।উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের তরফে সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা সোনালীদেবীকে অক্সিজেন কেনার জন্য অর্থ সাহায্য করেছেন।তবে অক্সিজেনের অভাবে ডুয়ার্সের চা-বাগান এলাকায় যেভাবে অসহায় গরিব মানুষের মৃত্যু হচ্ছে তা দেখে শুধু কেঁদেই যাচ্ছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নার্স।মানুষের প্রান বাঁচানোর তাগিদে রবিবার তাই সোনালীদেবী শিলিগুড়ি আসেন অক্সিজেনের জন্য। একটি অক্সিজেন যোগাড় হলেও তাঁর চাই আরও অক্সিজেন, কেও যদি মনুষ্যত্ববোধ নিয়ে এগিয়ে আসেন তবে কৃতজ্ঞ থাকবেন ডুয়ার্সের এই অন্যরকম নিবেদিতা।প্রসঙ্গত গতবছরও করোনার প্রথম ঢেউ এবং লকডাউনের সময় অসহায় দুঃস্থ মানুষদের জন্য ধারাবাহিকভাবে ত্রান বিলি করে নজিি সৃষ্টি করেন জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল সোনালী সামন্ত।