
নিজস্ব প্রতিবেদন ঃ গত ৪ঠা মে করোনায় মারা গিয়েছেন আসমিত সিং সালুজা।তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলিগুড়িতে নিস্কাম খালসা সেবার তরফে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা শুরু হল সোমবার। চারটে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীদের কাছে বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা পৌঁছানো হবে।এদিন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত দিয়ে এই এম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয়।সকাল আটটা থেকে রাত ন’টা পর্যন্ত এই এম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। নিষ্কাম খালসা সেবা ফাউন্ডেশনের এই এম্বুলেন্সের জন্য যোগাযোগের নম্বর 9434001663/9832023306/9434019333।অক্সিজেনের জন্য যোগাযোগ করতে পারেন 9434019685/9434019333/9444001663
