অক্সিজেন নিয়ে কালোবাজারির চেইন ভাঙতে শিলিগুড়িতে প্রশংসনীয় প্রয়াস, শুরু অক্সিজেন লঙ্গর

নিজস্ব প্রতিবেদনঃ বিনামূল্যে অক্সিজেন লঙ্গর শুরু করলো শিলিগুড়ি গুরুদোয়ারা কমিটি। করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক রোগীর প্রয়োজন হয়ে পড়ছে অক্সিজেন। সময়মতো অক্সিজেন না পেয়ে অনেকের প্রানহানিও ঘটছে। অবস্থা বুঝে কিছু অসাধু মানুষ অক্সিজেনের কালোবাজারি শুরু করেছে। করোনার চেইন ভাঙার মতোই অনেকটা অক্সিজেনের কালোবাজারিদের চেইন ভাঙতে এবং অসহায় বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এবার শিলিগুড়ি গুরুদোয়ারা কমিটির সদস্যরা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া শুরু করলেন। অক্সিজেন লঙ্গর নাম দিয়ে শুরু হয়েছে তাদের এই সামাজিক ও মানবিক কাজ। যাদের অক্সিজেন প্রয়োজন তারা শিলিগুড়ি সেভক রোডের গুরুদোয়ারাতে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অক্সিজেন। শিলিগুড়ি গুরুদোয়ারা কমিটির তরফে সরবজীৎ সিং জানান, কলকাতা, গুজরাট, মুম্বাইতেও তাঁরা যোগাযোগ করছেন যাতে শিলিগুড়িতে আরও অনেক অক্সিজেন আনা যায়। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে করোনা আক্রান্ত রোগীদের জন্য গুরুদোয়ারা কমিটির এই প্রয়াস বিভিন্ন মহলে প্রশখসিত হচ্ছে। অক্সিজেনের জন্য যোগাযোগ করতে পারেন এইসব নম্বরে 8327691019/9800056000/9733111999/9832062777