
নিজস্ব প্রতিবেদনঃকরোনা মোকাবিলায় এবার এগিয়ে এল শিলিগুড়ি হাকিমপাড়ার জিটিএস ক্লাব।বাড়িতে চিকিৎসারত করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন পরিষেবা প্রদানের কাজ রবিবার তাঁরা শুরু করেছেন।পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত ধরে এদিন সেই মানবিক পরিষেবার যাত্রা শুরু হয়।গৌতমবাবু জি টি এস ক্লাবের এই মহতী প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে গৌতমবাবু এদিন সেই অনুষ্ঠানে জানান, শিলিগুড়ি পুরসভাও শীঘ্রই অক্সিজেন পার্লার শুরু করতে চলেছে। ডাবগ্রাম মাতৃসদনে সেই অক্সিজেন পার্লার শুরু হবে। সেখান থেকে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে।
