
নিজস্ব প্রতিবেদন ঃ যৌন কর্মীদের টিকাকরণ শুরু হল জলপাইগুড়িতে। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের দিনবাজারের যৌন পল্লীতে দূর্বার স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য দফতর টিকাকরণ শিবির চালু করেছে। উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্কর লাল ঘোষ বলেন, “স্পেশ্যাল মাদার নাম দিয়ে এই শিবির খোলা হয়েছে। ১৫০ জনকে টিকা দেওয়া হয় এদিন । পরে আবারও শিবির বসবে এখানে।” এক যৌন কর্মী বলেন, ” করোনা নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক ছিল। টিকা নিতে আমরাও কয়েক দিন গভীর রাতে গিয়ে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু টিকা পাইনি। আজ এই শিবির বসায় আমরা খুশি। ” অন্যদিকে, এদিন জলপাইগুড়ি ফার্মাসি কলেজের টিকাকরণ শিবিরে লাইনে দাঁড়ানো চারশো উপভোক্তাদের টোকেন দেওয়ার পরেও লাইনে দাঁড়িয়ে থাকা ১০০ জন প্রবীণদের জন্য অতিরিক্ত টোকেন দেওয়া হয়েছে বলে উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্কর লাল ঘোষ জানান।
