
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুর সভার উদ্যোগে বুধবার ডাবগ্রামের মাতৃ সদনে করোনা রোগীদের জন্য অক্সিজেন পার্লার শুরু হলো । ২০ টি সিলিন্ডার দিয়ে আপাতত শুরু হল এই পার্লার, আরো ১০ টি সিলিন্ডার শীঘ্রই কেনা হবে । সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে । পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন, ১১ টি অক্সিজেন কনসেনট্রেটর আছে যার মধ্যে ১ টি তাঁকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একজন দিয়েছিলেন, সেটাও তিনি এদিন পুরসভায় দিয়ে দিয়েছেন । দিল্লির রামকৃষ্ণ মিশনের স্বামীজি ৫ টি এবং রোটারি ক্লাব ৫ টি কনসেনট্রেটর দিয়েছেন । পুরসভা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ । ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর ইন্ডোর স্টেডিয়ামের সেফ হোমে পাঠানো হবে । ৫টি রিজার্ভ থাকবে, যেখানে যেখানে দরকার হবে পাঠানো হবে । এছাড়া আরেকটা অক্সিজেন কনসেনট্রেটর বিহারি কল্যাণ মঞ্চ থেকে দেওয়া হচ্ছে এবং অজিত আগরওয়াল বড় সাইজের ৫০ টি অক্সিজেন সিলিন্ডার পুরসভাকে দিচ্ছেন । প্রয়োজন মত এগুলো কাজে লাগানো হবে । রামকৃষ্ণ মিশন এবং রোটারি ক্লাব আরো কিছু অক্সিজেন কনসেনট্রেটর দেবে বলে আশ্বাস দিয়েছে । এইসব মিলিয়ে পুরসভা একটা ভালো সংখ্যা নিয়ে এই অক্সিজেন পার্লারটি চালাতে পারবে যাতে অক্সিজেনের অভাব না হয় । ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পুরসভা আমরা বদ্ধপরিকর বলেও গৌতম বাবু জানিয়েছেন ।এদিকে করোনা মোকাবিলায় এগিয়ে এলো শিলিগুড়ির বিহারি কল্যাণ মঞ্চ । শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকার করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দিতে শববাহী গাড়ি পরিষেবা সহ সম্পূর্ণ বিনামূল্যে ৫ টি অক্সিজেন সিলিন্ডার এবং ৩ টি কনসেনট্রেটর দিয়ে তারা এদিন মানবিক ধর্ম পালন শুরু করলেন ।
