করোনা আক্রান্ত হয়ে মৃত্যু শিলিগুড়ির খেলোয়াড়ের

নিজস্ব প্রতিবেদন:শিলিগুড়ির ক্রীড়া জগতে এখন শোকের ছায়া।তিন-চার দিন ধরে করোনার সঙ্গে যুদ্ধ করে হার মানলেন খেলোয়াড় গৌতম গুহ। শিলিগুড়ির ক্রীড়া মহলে একডাকে সকলে ভেদন নামে তাঁকে চেনেন।করোনার সঙ্গে লড়াই চালিয়ে শেষমেষ শুক্রবার ভোর রাতে শিলিগুড়ি প্রধানগরের একটি নার্সিংহোমে আনুমানিক ৫০ বছর বয়সেই সকলকে ছেড়ে চলে গেলেন তিনি ।গৌতমবাবু ওরফে ভেদন যেমন ভালো ফুটবল খেলতেন তেমনই সমতালে ক্রিকেট খেলতেন।এছাড়াও খেলা পরিচালনা করতেন সমতালে।তাঁর মৃত্যুতে শিলিগুড়ির ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে আসে ।এ বিষয়ে ক্রীড়াপ্রেমী মদন ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন—
আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ক্লাবের প্রাক্তন ফুটবল খেলোয়াড় এবং ক্লাবের ফুটবল কোচ শিলিগুড়ির স্বনামধন্য ফুটবল খেলোয়াড় ফুটবল অন্তপ্রাণ সেই গৌতম গুহ ওরফে ভেদন গতকাল রাত ১টায় করোনা সংক্রামিত হয়ে মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে অমৃতলোকে গমন করেছেন।
সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন এর পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং পরম করুণাময় ঈশ্বরের কাছে সংকটময় পরিস্থিতিতে এই শোক সহ্য করার শক্তি যাতে তার পরিবারকে দেয় এই কামনা করছি।
আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি যথাসাধ্য সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করব। সকলের সহযোগিতা কামনা করি।
ধন্যবাদান্তে,

মদন ভট্টাচার্য,
সান্মানিক সাধারণ সম্পাদক,
সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন শিলিগুড়ি।