করোনায় মৃত্যু মায়ের, বাড়িতে মৎস্যমুখী না করে দৃষ্টিহীনদের পেট ভরে খাওয়ালেন পুত্র ও পুত্র বধূ

নিজস্ব প্রতিবেদন ঃ করোনায় মৃত্যু হয়েছে মা বিনা সরকারের । মায়ের মৃত্যুর পর বাড়িতে মৎস্যমুখী অনুষ্ঠানের জন্য কাওকে নেমন্তন্ন না করে বিধান নগর এলাকার দৃষ্টিহীন বিদ্যালয় ও সেইসঙ্গে ভবঘুরেদের মৎস্যমুখী করালেন পুত্র মলয় সরকার ও পুত্রবধূ কাকলি সরকার । করোনা আবহে এ এক অন্যরকম মানবিক ও সামাজিক কাজের নজির হয়ে থাকবে।বুধবার এই মহৎ কাজে মলয় সরকারকে সহযোগিতা করেন শিলিগুড়ি মহকুমার বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস । বাপন দাস বলেন, এইভাবেও মানুষের পাশে থাকা যায়— মানুষ মানুষের জন্য । মলয় সরকার বলেন, আমার মায়ের মৃত্যু হয়েছে করোনায়।আর এখন করোনার কারণে অনেক বিধিনিষেধ চলছে। স্বাভাবিকভাবেই বাড়িতে কোনো আয়োজন এর ব্যবস্থা করা হয়নি, বিধান নগর ওয়েলফেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।তাই তারা এদিন এই কাজটি করে। এদিন বিধান নগরের বিভিন্ন জায়গায় খাবার পরিবেশন করেন মিন্টু দাস চন্দন বর্মন ও তরুণ সরকার ।