মহানন্দা সেতুর পাশে পরিবেশ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদন ঃ বর্তমান করোনা পরিস্থিতিতে একটি বিষয় বহু মানুষের মধ্যে দাগ তৈরি করছে,তা হলো পরিবেশ বিপর্যয়। করোনার সঙ্গে ঘনঘন ঝড়, ভূমিকম্প কিন্তু আমাদের বারবার পরিবেশ সচেতনতার দিকে বার্তা দিচ্ছে।কিন্তু তারপরও আমরা পরিবেশ নিয়ে কতটা সচেতন হয়েছি তা নিয়ে প্রশ্ন থেকে যায়।শিলিগুড়ি শহরেই গুরুত্বপূর্ণ নদী মহানন্দার পাশে নদীর পিলারের সামনে থেকে বালি পাথর কিছু কিছু করে কে বা কারা তুলে নিচ্ছে। তাতে সেই সব স্থানে গর্ত তৈরি হচ্ছে। আর এতে মহানন্দা সেতু ক্রমশ দুর্বল হচ্ছে বলে অভিযোগ উঠলো। মহানন্দা বাঁচাও কমিটি থেকে পরিবেশপ্রেমী জ্যোৎস্না আগরওয়ালা এ বিষয়ে এক চিঠির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।তিনি মহানন্দা সেতুর পার্শ্ববর্তী এলাকার পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। অপরদিকে সম্প্রতি মহানন্দার পাশে সূর্যসেন পার্কের ধারে মাল্টিস্টোরেজ করে পার্কিং, অ্যাকোরিয়াম,হকারদের বসার জায়গা করার চিন্তাভাবনা চলছে বলে পুরসভা জানিয়েছে। এ বিষয়েও জ্যোৎস্নাদেবীরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছেন। জ্যোৎস্নাদেবী বলেছেন, ওই এলাকায় মাল্টিস্টোরেড বিল্ডিং তৈরি হলে মহানন্দার জল বহুতলে বাধা পাবে।তাতে মহানন্দার জলস্তর বৃদ্ধি পেয়ে আশপাশের বস্তি বা বাড়িঘর ভাসিয়ে দিতে পারে। বিষয়টি পরিবেশের জন্য সুখকর হবে না। যদিও শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার বলেছেন, সমস্ত দিক খতিয়ে দেখে বা বিবেচনা করেই সরকার কাজ করবে।