
নিজস্ব প্রতিবেদন ঃ ওই তিনটি কুকুর ছোটবেলায় রাস্তার মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল। তাঁরা কুকুর তিনটিকে পরম স্নেহে নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসেন।তারপর আদর করে নামও দেন।রুম্বা জুম্বা আর সানি।এই তিনটি পথ কুকুরের আদরেই কার্যত দ্রুত করোনা থেকে সেরে উঠলেন শিলিগুড়ি সুভাষ পল্লীর ওঙ্কার রায়, তাঁর স্ত্রী বাবলী রায় দেব এবং তাদের পুত্র কন্যা।গত ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন তাঁরা। তারপর অনেক মানুষ তাদের অচ্ছুৎ মনে করেন। কেও কেও করোনা আক্রান্ত বলে তাদের ওপর অত্যাচারও করেন।ঘরবন্দি অবস্থায় ওই তিন কুকুর রুম্বা, জুম্বা এবং সানি তাদের বেশ ভালোবাসা দিতে থাকে।তাদেরকে করোনার কদিন পরম স্নেহের পরশ দিতে থাকে তারা।ওঙ্কারবাবু এবং তাঁর স্ত্রী বাবলীদেবী বলেন, একদিকে কিছু মানুষ যখন অচ্ছুৎ মনে করে আমাদের দূরে ঠেলে দিয়েছে তখন এই তিনটি কিন্তু আমাদের আরও কাছাকাছি এসে কদিন ধরে আদর করতে থাকে। ওদের ভালোবাসায় আমাদের মনোবল আরও বৃদ্ধি পায় যা করোনাকে দ্রুত জয় করতে সাহায্য করে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ফুটহিলস এবং লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেন্স ক্রাউন তাদেরকে নিয়মিত তিনবেলা বিনা পয়সায় খাবার পৌঁছে দিয়েছে। এজন্য তাদের কাছে তাঁরা কৃতজ্ঞ। তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন ডাঃ দেবাশিস পালের প্রতিও।
