শিলিগুড়ি শহরকে দূষন মুক্ত করতে সবুজ দিয়ে মুড়ে দেওয়ার পরিকল্পনায় পুরসভা

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি শহরকে সবুজায়নের ব্যাপক উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি পুরসভা। ‘একটি গাছ একটি প্রাণ ‘ ভাবনার সঙ্গে পরিবেশকে দূষণ মুক্ত করতে বৃক্ষরোপণ ব্যতীত বিকল্প পথ নেই । তাই শুক্রবার শিলিগুড়ি শহরকে সবুজায়নের লক্ষ্যে ১০ হাজারেরও বেশি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে মাঠে নামল শিলিগুড়ি পুর সভা।এদিন শহরের বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা, পার্কস এণ্ড গার্ডেনস -এর আধিকারিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ।এর আগে গৌতমবাবু কলেজপাড়া এলাকার কাউন্সিলর থাকার সময় কলেজপাড়া এলাকা গাছ দিয়ে মুড়ে দেন। আর সেসব গাছ পরিবেশকে সতেজ রাখার পাশাপাশি দূষন রুখতেও যে বড় ভূমিকা পালন করে তা বলাইবাহুল্য।এবার তাই গোটা শহরটাকেই সবুজে মুড়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হল।অন্যদিকে শুক্রবার শিলিগুড়ি সূর্য নগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জনপথ সমাচার, দি বেথল চার্চ অ্যাসোসিয়েশন, কোভিড কেয়ার নেটওয়ার্ক, রুরাল এডুকেশন এন্ড প্রটেকশন এবং হেল্প সোসাইটি অফ ফারাবাড়ি -র সহযোগিতায় ডাবগ্রামের শিলিগুড়ি গভঃ পলিটেকনিক কলেজে সম্পূর্ণ নিখরচায় অক্সিজেন পরিষেবা সহ ২০ টি শয্যা বিশিষ্ট ‘সেফ হোম’ -এর শুভ সূচনা করেন গৌতমবাবু। ওই সেফ হোমে দশটি পুরুষ এবং দশটি মহিলাদের জন্য বেড থাকছে।। কোভিড মোকাবিলায় সমাজের প্রতি তাদের এই একনিষ্ঠ পরিষেবা যথেষ্ট প্রশংসনীয় বলে গৌতমবাবু জানান।