
নিজস্ব প্রতিবেদন ঃ নিজের বেতনের টাকা দিয়ে বিশেষ চাহিদাসম্পন্নদের ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করে দিলেন সেনা কর্মী ও সমাজ সেবী শক্তি পাল। দৃষ্টিহীন, মানসিক ভারসাম্যহীন এবং শারীরিকভাবে অক্ষম বিশেষ চাহিদাসম্পন্ন কিছু ব্যক্তিকে টীকাকরণে সহায়তা করলেন তিনি। যাঁরা ভ্যাকসিন নিতে টিকাকরণকেন্দ্রে যেতে পারছেন না, তাঁদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন এর ব্যবস্থা করে এবং টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত শিলিগুড়ির ছেলে শক্তি ।আর ছেলের এই কাজে সর্বত সমর্থন দিয়ে পাশে রয়েছেন তাঁর মা দিপ্তী পাল । তাঁর কথায়, ‘শুধু নিজেরা কেন, এই পরিস্থিতিতে সকলেই ভালো থাকুক। আমার ছেলে যা করছে, তাতে তো আপত্তি তোলার কথাই নেই। মানুষ ভালো থাকুক। ওঁকে আশীর্বাদ করুক।’
