উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি ধীমাল সম্প্রদায়ের গ্রামে বিলি করা হল ত্রান সামগ্রী

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি ধীমাল সম্প্রদায়ের গ্রামে বিলি করা হল ত্রান সামগ্রী। করোনার জেরে বিধিনিষেধ চলতে থাকায় বহু মানুষ সমস্যায়।বিশেষ করে আর্থিকভাবে অনগ্রসর মানুষদের অবস্থা ভালো নেই। কারো চাকরি চলে গিয়েছে, কেও ঘরবন্দী। অথচ এইসময় পুষ্টিকর ভালো খাবার না হলে চলে না।উত্তরবঙ্গের আদিম জনজাতি ধীমাল সম্প্রদায়।পিছিয়ে পড়া এই জনজাতিদের বসবাস শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির কেটুগাবুরজোত গ্রামে।রবিবার শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম সেই গ্রামে ধীমাল সম্প্রদায়ের হতদরিদ্র মানুষদের মধ্যে চাল, আটা,হলুদ,মুড়ি, চিড়া, মাস্ক সহ অন্য পুষ্টিকর খাদ্য বিলি করে। এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন ধীমাল সম্প্রদায়ের প্রান পুরুষ তথা শিক্ষক গর্জেন কুমার মল্লিক।