
নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের কালচিনি ব্লকের রাঙামাটি হাটখোলা বস্তি এলাকায় এস এস বির ৫৩ নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে বুধবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । তার সঙ্গে বিনামূল্যে পশু চিকিৎসা শিবিরও হয়েছে । এদিনের সেই শিবিরে উপস্থিত ছিলেন এস এস বির ৫৩ নম্বর ব্যাটালিয়ানের ডেপুটি কমাণ্ডেণ্ট সৌমেন রায় । এস এস বির চিকিৎসকরাও তাতে উপস্থিত ছিলেন । এদিন শিবিরে ১৮২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।
