
নিজস্ব প্রতিবেদন ঃ সন্তানসম্ভবা মা থেকে শুরু করে যেসব মা সদ্যোজাতকে বুকের দুধ পান করাচ্ছেন তাদের সকলকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে করোনার প্রতিষেধক টিকা দেওয়ার দাবি উঠলো।শিলিগুড়ি অবসটেট্রিকস এন্ড গায়নোকোলজিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনলাইন এক আলোচনাসভা থেকে এই দাবি উঠলো। রবিবার ওই সংস্থার স্থানীয় চেয়ারপার্সন ডাঃ জি বি দাস ওই খবর দিয়েছেন। ডাঃ জি বি দাস সেই অনলাইন সভাতে বক্তব্য রাখেন। বিগত কদিন ধরে শিলিগুড়ির স্ত্রী রোগ বিশেষজ্ঞদের ওই সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার ছিল তার শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় হাজার স্ত্রী রোগ বিশেষজ্ঞ তথা প্রতিনিধি তাতে অংশ নেন। সংগঠনের শিলিগুড়ি শাখার যুগ্ম সম্পাদক ডাঃ উদয়ন সরকার এবং ডাঃ প্রিয়াঙ্কুর রায়ও সেখানে বক্তব্য রাখেন। বিদেশ থেকেও ত্রিশ জন প্রতিনিধি তাতে অংশ নেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্তও রবিবার সেখানে বক্তব্য রাখেন। করোনা পরিস্থিতিতে এই অনলাইন আলোচনা বিভিন্ন স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং ডাক্তারি পাঠরত ছাত্রছাত্রীদের কাছে বাড়তি গুরুত্ব বহন করে। প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ জি বি দাসের পুত্র ডাঃ বিনায়ক দাসও রবিবার সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
