
নিজস্ব প্রতিবেদন ঃ সন্তানসম্ভবা মায়ের গর্ভস্থ ভ্রুনের গঠনগত কোনও ত্রুটি আছে কিনা, সন্তান মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হতে পারে কিনা সেসব আগাম জানার জন্য সন্তান সম্ভবা মায়েদের এন আই পি টি বা সেল্ফ ডি এন এ পরীক্ষার ওপর জোর দিলেন শিলিগুড়ির তরুন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ বিনায়ক দাস।গত কদিন ধরে শিলিগুড়ি অবস্টেট্রিক্স এন্ড গাইনোকলজিক্যাল সোসাইটি স্ত্রী রোগ বিষয়ক এক বিরাট অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু স্ত্রী রোগ বিশেষজ্ঞ অংশ নেন।রবিবার সেই অনলাইন আলোচনা অনুষ্ঠানে ডাঃ বিনায়ক দাস সন্তানসম্ভবা মায়েদের সেই এন আই পি টি টেস্টের ওপর আলোচনায় বক্তব্য রাখেন। তিনি সেই আলোচনায় বলেন, গর্ভস্থ শিশু সুস্থ আছে কিনা তা বোঝার জন্য প্রথম তিন মাসে মায়েদের আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, চতুর্থ মাসে ব্লাড টেস্ট হয়। পঞ্চম মাসে শিশুর গঠন জানতে স্ক্যান করা হয়। কিন্তু এসবের সঙ্গে এন আই পি টি টেস্ট করা হলে শিশুর গঠনগত ত্রুটি বা মানসিকভাবে শিশু প্রতিবন্ধী হবে কিনা তা বোঝা যাবে।আর এই টেস্ট এখন সন্তান সম্ভবা সব মায়েদের করে নেওয়া উচিত। তাতে মায়েরাও অনেক টেনশন এড়াতে পারেন।
