মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে খাবার বিলি

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার বিধিনিষেধ চলতে থাকায় বহু মানুষ সমস্যায়।এই অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা বহু রোগী ও তাদের পরিবারের মধ্যে বিগত ২২ দিন ধরে সকালের জলখাবার এবং দুপুরের খাবার বিতরন করছে শিলিগুড়ি ইউনাইটেড ক্রিশ্চান ফোরাম।ক্রিশ্চান ফোরাম ফেলোশিপের সমাজসেবী কৌস্তুভ দত্ত জানিয়েছেন, সকালে তাদের সংস্থার স্বেচ্ছাসেবীরা সেখানে চারশ জনের মধ্যে এবং দুপুরে সাড়ে চারশ জনের মধ্যে খাবার বিলি করছেন। ৩০ জুন পর্যন্ত চলবে এই মানবিক কর্মসূচি।