
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির বিধান মার্কেটের উন্নয়ন নিয়ে সোমবার পুর সভায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি বিজয় চন্দ্র বর্মন, শিলিগুড়ি পুর সভার প্রশাসক মন্ডলী, এস জে ডি এর সি ই ও, শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের ডি সি পি, পুর কমিশনার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা।পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন, বছর কয়েক আগে এই মার্কেট টির উন্নয়ন বাবদ অর্থ অনুমোদনও করা হয়েছিল কিন্তু কিছু অনিচ্ছুক ব্যবসায়ীর জন্য তখন কাজ শুরু করা যায়নি । বর্তমানে ইচ্ছুক ব্যবসায়ীদের অস্থায়ী ভাবে বিকল্প জায়গায় বসিয়ে যে যে জায়গাগুলো তে কোন অসুবিধা নেই, সেই সব জায়গায় পর্যায়ক্রমে উন্নয়নের কাজ দ্রুত শুরু করা হবে ।
