
নিজস্ব প্রতিবেদন ঃ টানা একমাস দুই দিন পর করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়ে বাড়িতে গেলেন সত্তর বছরের এক বৃদ্ধা। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার এক বেসরকারি নার্সিংহোমে গত ৩ মে থেকে ভর্তি ছিলেন শহরের উকিল পাড়ার বাসিন্দা শিখা মিত্র মজুমদার। সোমবার বিকেলে নার্সিংহোম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক সুমন্ত্র মুখোপাধ্যায় বলেন, ” গত মাসের ৩ তারিখে আমাদের কোভিড ইউনিট চালু করা হয়েছিল । ওই দিন থেকেই তিনি ভর্তি ছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তাঁর চিকিৎসা করতে হয়েছে। তাঁকে সুস্থ করে বাড়িতে পাঠানোয় খুবই খুশি নার্সিংহোমের সকলেই ।” শিখা মিত্র মজুমদার বলেন, ” করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ডাক্তার সুমন্ত্র মুখোপাধ্যায়ের অধীনে চিকিৎসা চলছিল আমার। তখনও নার্সিংহোমে করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয় নি। বাড়িতেই অক্সিজেন ও স্যালাইন চলছিল। এরপর নার্সিংহোমে করোনা চিকিৎসার ব্যবস্থা চালু করা মাত্রই আমাকে ভর্তি করানো হয়। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় এবং মনের জোরে সুস্থ হয়ে বাড়ি যেতে পেরে খুশি। ” আজ শিখা দেবীকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানিয়ে ছুটি দেওয়া হয়।
