শিলিগুড়ি হায়দরপাড়ায় সবুজের অভিযানের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হায়দরপাড়ায় যুব সংঘ ক্লাবের কাছে মঙ্গলবার সবুজের অভিযানের উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। অরন্য ধ্বংসের বিরুদ্ধে আওয়াজ তুলতে একসময় শুরু হয়েছিল সবুজের অভিযান। প্রতি বছর জুলাই মাসে সবুজের অভিযানের উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। এবারও তা হয়েছে। বেঙ্গল সাফারিতেও ওই সংস্থার উদ্যোগে বহু বৃক্ষরোপন করা হয়েছে। তবে মঙ্গলবার বৃক্ষরোপনটি অনুষ্ঠিত হয়েছে সদ্য প্রয়াত প্রশান্ত বোস স্মরনে। গত ৬ জুন করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রশান্ত বোস। সবুজের অভিযানের সক্রিয় সদস্য ছিলেন প্রশান্ত বোস। তাই এবার তাঁকে স্মরন করে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয় বলে সবুজের অভিযানের তরফে বাপি ঘোষ জানিয়েছেন।