নাগরাকাটায় বিনামূল্যে অক্সিজেন পরিষেবা সোনালি সামন্তের

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের নাগরাকাটা গ্রাসমোড় গাঠিয়া চা বাগান অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এ এন এম সোনালী সামন্ত। বিনামূল্যে তাঁর উদ্যোগে এই অক্সিজেন পরিষেবা শুরু হওয়ায় বহু মানুষ উপকৃত হচ্ছেন। ডুয়ার্সের বিভিন্ন এলাকার মানুষ সোনালীদেবীর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন অক্সিজেন পরিষেবার জন্য। রিনি খাতুন নামে একটি মেয়ে তাঁর অসুস্থ বাবা আবুল হোসেনের চিকিৎসার জন্য অক্সিজেন পরিষেবা গ্রহণ করে বেশ খুশি।