
নিজস্ব প্রতিবেদন ঃ দর্শনার্থীরাতো এখন আর আসে না। কিন্তু করোনা বিদায় নিলেতো আবার চাপ পড়বে।করোনা বিদায় নিলেতো আবার ছোট ছোট শিশুদের মন যে জয় করতে হবে যে! আবারতো স্কুলের সেই শিশুরা এসে ভাল্লুকমামা বলে ডাকাডাকি করবে।তাই একদিকে নিজের সেই গতে বাঁধা ডিউটির চাপ থেকে সরিয়ে নিয়ে ভাল্লুকমামা এখন নানা অনুশীলনে মত্ত।কখনও বরফ খন্ড নিয়ে বাথ টবে স্নান সেরা নেওয়া, গরম থেকে একটু মুক্তি নেওয়া, কখনও আবার পিছনে হাঁটার অনুশীলন করা।আসলে লকডাউন করোনা বিদায় নিলে আবার নতুন করে চাপ নিতে হবে যে! তাই নিজেকে তৈরি করে নেওয়ার নেশায় মত্ত ভাল্লুকমামা।শিলিগুড়ি বেঙ্গল সাফারি প্রশাসন বেশ নজরেই রেখেছেন ভাল্লুকমামা।তাদেরই সৌজন্যে পাওয়া শুক্রবারের এই ভাল্লুক মামার এই স্নানের দৃশ্য।
