
নিজস্ব প্রতিবেদন ঃ ইনার হুইল ক্লাব অফ উত্তরায়ন শিলিগুড়ি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।সম্প্রতি শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির পূর্ব ধনতলা গ্রামকে কার্যত দত্তক হিসাবে গ্রহন করে সেখানকার উন্নয়নে বিভিন্ন কাজকর্ম চালানোর কর্মসূচি তাঁরা গ্রহন করেছেন।সেই গ্রামের চারশ বাড়িকে নিয়ে তাঁরা ধারাবাহিকভাবে স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন কাজ ছাড়াও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন প্রশিক্ষন, কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, রেশন সামগ্রী বিতরণ, শিক্ষা, মহিলাদের ক্ষমতায়ন, পরিবেশের উন্নতি প্রভৃতি কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নিয়েছেন। এইসব কর্মসূচির অঙ্গ হিসাবে বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে রবিবার তাঁরা ওই গ্রামে মহিলা এবং কিশোরীদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন।সেখানে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের কর্মকর্তা তরুন মাইতি মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তরুনবাবু পরিবার পরিকল্পনা, লিঙ্গ সাম্যতা, পুষ্টি, মাতৃদুগ্ধ পান প্রভৃতি প্রসঙ্গ মেলে ধরেন।সরকারি বিভিন্ন প্রকল্প এবং আশা কর্মীদের কাজের দিকও তিনি সেখানে ব্যাখা করেন।আশা কর্মীরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব অফ উত্তরায়ন, শিলিগুড়ির ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার ডোনা ব্যানার্জী সেখানে তাঁর বক্তব্য রাখতে গিয়ে করোনা বিধির বিভিন্ন দিক বিশেষ করে মাস্ক পড়ে থাকার ওপর বক্তব্য মেলে ধরেন।ক্লাবের সভাপতি শ্বেতা আগরওয়ালা সেখানে জানান, আগামী ২৯ জুলাই তাঁরা সেই গ্রামে বিরাট স্বাস্থ্য এবং চোখ পরীক্ষা শিবির আয়োজন করবেন।
