
নিজস্ব প্রতিবেদন ঃ বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শিলিগুড়ি ইসকনে সকাল এগারোটায় শাস্ত্রীয় রীতি নিয়ম পালিত হলো জগন্নাথ দেবের রথ যাত্রা। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরভ শর্মা।প্রথা মেনে জগন্নাথ দেবের পূজা আরতির পর নারকেল ভেঙে এবং রথের সামনে ঝাড়ু দিয়ে পুলিশ কমিশনার রথের শুভ সূচনা করেন l ইসকনের সভাপতি স্বামী অখিলাত্মা প্রিয় দাসও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন l গত ৩৮ দিন ধরে শিলিগুড়ি শহরে এক হাজারেরও বেশি করোনা আক্রান্তকে খাওয়াদাওয়া পৌঁছে দিয়েছেন সাধুরা l রথ যাত্রা উপলক্ষে শিলিগুড়ি ইসকন সাধুদের রক্তদান অনুষ্ঠান হবে আগামী ১৮জুলাই l শিলিগুড়ি ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, এদিন তিনটি রথের পরিবর্তে একটি রথে-ই শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা সুদর্শন চক্র সহ আরোহণ করে।
তবে ছিল না ভক্তদের রথ টানার সুযোগ।
