
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা লকডাউনের জেরে স্কুল কলেজ বন্ধ। পড়াশোনা বলতে এখন সব অনলাইনে। আর সেই কারণে বিক্রি বেড়েছে ল্যাপটপেরও।তবে ল্যাপটপের অভাবে অনেক দুঃস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীর পক্ষে অনেক সময় পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে।সেই কথা চিন্তা করে ল্যাপটপ বাজার ই এম আই এবং কেনাকাটার ওপর বিশেষ কিছু সুবিধা এবং ছাড় দেওয়ার কাজে নেমেছে। ল্যাপটপ বাজারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার শিলিগুড়ি সেভক রোডে সেখানকার অধিকর্তা পঙ্কজ দত্ত বিভিন্ন ছাড়ের কথা ঘোষণা করেন —
