
নিজস্ব প্রতিবেদন ঃ প্রতিদিনই তিনি মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিদিনই তাঁর মাধ্যমে করোনা আক্রান্তূদের হাসপাতালে ভর্তি করার ব্যতিক্রমী বিষয়তো আর একঘেয়েমির খবর হতে পারে না। তবে যখনই একটু ব্যতিক্রম, অন্যরকম কাজের খবর তাঁর পাওয়া যায় তখনই তা মেলে ধরে খবরের ঘন্টা। আজ তাঁর আবার একটি অন্যরকম ব্যতিক্রমী কাজের খবর মেলে ধরতেই হয়।বৃহস্পতিবার সকালে এনজেপি থেকে ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার খবর পান যে, একজন রিকশা চালক জ্বর কাশি নিয়ে পড়ে আছেন।করোনার উপসর্গ নিয়ে অসহায় অবস্থায় রিকশার মধ্যে পড়ে থাকা সেই রিকশা চালককে সযত্নে নিজের টোটোতে চাপিয়ে নেন মুনমুনদেবী। তারপর তাঁকে তিনি উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন।করোনার ভয়ে অনেকেই সেই রিকশা চালকের কাছ থেকে দূরে থাকলেও মুনমুনদেবী কোনও ভয় না পেয়ে তাঁকে এনজেপি থেকে তুলে মেডিক্যালে ভর্তির মাধ্যমে তাঁর মানবিক কাজের রোজকার ডিউটিতে নতুন মাত্রা যোগ করেন।করোনা শুরু হওয়ার পর টানা প্রায় দেড় বছর ধরেই নিজের টোটোতে বিনা ভাড়ায় করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে গোটা দেশে নজির সৃষ্টি করেছেন মুনমুনদেবী।দেশের উপরাষ্ট্রপতিও তাঁর এই মহৎ কাজের প্রশংসা করেছেন। এখন আবার বিনা পয়সায় বিভিন্ন করোনা আক্রান্তের বাড়িও স্যানিটাইজ করে দিচ্ছেন এই টোটো চালক। হতে পারেন তিনি টোটো চালক, কিন্তু তাঁর কাজে তিনি অদ্বিতীয়া, অনন্যা— বারবারই তাঁকে কুর্নিশ জানাতে হয়।
