শিলিগুড়ি রেফরিজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশনের রক্ত দান

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ১৮ জুলাই সকালে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি রেফরিজ এন্ড আম্পয়ার্স এসোসিয়েশন। বর্তমান করোনা পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতে সংস্থার উদ্যোগে এই আয়োজন। শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্ক ওই রক্তদান শিবির আয়োজনে সহযোগিতা করছে।শুক্রবার ওই সংগঠনের সভাপতি সলিল বর্ধন,কার্যকরী সভাপতি প্রবীর মন্ডল, এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান স্বপন বোস, সহ সম্পাদক রানা দে সরকার, সুব্রত ঘোষ, কোষাধ্যক্ষ দিলীপ কর প্রমুখ সাংবাদিক বৈঠকে ওই খবর দিয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, সম্প্রতি তাদের সংগঠনের প্রাক্তন সভাপতি তথা প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব নিখিল চক্রবর্তী প্রয়াত হয়েছেন। প্রয়াত হয়েছেন গৌতম গুহ। তাছাড়া সঞ্জিত সাহা এবং বিকাশ লামাও প্রয়াত হয়েছেন। তাদের অবদান স্মরন করতে ১৮ জুলাই বিকালে তাঁরা শোকসভা বা স্মরনসভারও আয়োজন করেছেন।