শিলিগুড়িতে পানীয় জলের অপচয় বন্ধের প্রয়াস

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ও তার আশপাশে যেসব ট্যাপকল থেকে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে সেই সব কলে ট্যাপ লাগানোর কর্মসূচি নিলো শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম। মোট ৪০টি কলে ট্যাপ লাগিয়ে দিলেন তারা।
প্রকৃতির এক মহা মূল্যবান উপাদান হলো জল। কিন্তু সেই জলের ভাণ্ডার সীমিত। প্রকৃতি এবং সমস্ত জীবকুলকে বেঁচে থাকতে হলে গুরুত্ব দিতে হবে জলের অপচয় বন্ধের দিকে।তাই ইউনিক ফাউন্ডেশন টিম ওই কাজে নেমেছে। ট্যাপ কলগুলোতে ট্যাপ লাগানোর পাশাপাশি
এলাকার মানুষদের সচেতন করা হয়। যাতে সে অঞ্চলের মানুষেরা সঠিকভাবে কল গুলির ট্যাপ ব্যবহার করে। শিলিগুড়ি পি এইচ ই কন্ট্রাকটরৃস ওয়েলফেয়ার এসোসিয়েশন এই কাজে সহযোগিতা করে।