নিউমোনিয়া আক্রান্ত দুঃস্থ বৃদ্ধার পাশে গ্রীন জলপাইগুড়ি

নিজস্ব প্রতিবেদন ঃ নিউমোনিয়া আক্রান্ত এক দুঃস্থ বৃদ্ধাকে চিকিৎসার জন্য বিনামূল্যে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি নিয়ে গেল গ্রিন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থা।
জলপাইগুড়ি শহরের বাসিন্দা দুঃস্থ ও ষাটোর্ধ চম্পা দাস নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শনিবার ভর্তি হয়েছিলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। তবে রোগীর আত্মীয়-স্বজনদের দাবি সেখানে তার স্বাস্থ্যের সেরকম কোনো উন্নতি হয়নি। এমনকি পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে সে ধরনের চিকিৎসা বা অন্যরকম সুবিধাও পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার দুপুরে তাকে শিলিগুড়ি রেফার করা হয়। দুঃস্থ হওয়াতে রোগীকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়াও তাদের কাছ যথেষ্ট ব্যায়বহুল ব্যাপার হয়ে দাঁড়ায় । ঠিক সেই সময় তাদের সাহায্যার্থে এগিয়ে আসে গ্রীন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থা। সেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সে করে সেই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি। আর তার ব্যয় ভার গোটাটাই বহন করে সেই স্বেচ্ছাসেবী সংস্থা। হাসপাতালে রোগী ভর্তি করে এমনিতেই বিপদে পড়েছেন চম্পা দেবীর আত্মীয়-স্বজনরা। তার উপর তাকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া কিছুটা ব্যয়বহুল ব্যাপার ছিলো তাদের কাছে। ঠিক সেইসময় গ্ৰীণ জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সাহায্যার্থে এগিয়ে আসায় তারা খুশি । তারা ধন্যবাদ জানান স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের সমাজসেবামূলক কাজকে।