
নিজস্ব প্রতিবেদন : এইসময় প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে শিলিগুড়ি। তারমধ্যেও শিলিগুড়ির গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে নিয়মিত যানজট লেগেই রয়েছে। আর গরমের মধ্যে যানজট নগরীতে যানজট নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়।আর এই কাজটিই শিলিগুড়িতে নিষ্ঠার সঙ্গে করে চলেছেন বহু ট্রাফিক পুলিশের কর্মী এবং সিভিক ভলান্টিয়ার। রোদে পুড়ে আবার বৃষ্টিতে ভিজে যান নিয়ন্ত্রণ করার পরও কিন্তু আবার বহু ট্রাফিক পুলিশের কর্মী মানবিক। অন্তত শনিবার শিলিগুড়ি সেভক রোডে ট্রাফিক সাব-ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ এমন একটি মানবিক কাজ করে দেখালেন।এদিন তিনি ট্রাফিকের ডিউটি করবার সময় লক্ষ্য করেন, রাস্তার ধারে পড়ে রয়েছে এক মানসিক ভারসাম্যহীন মহিলা। সেই মহিলার শরীরে সেভাবে বস্ত্র নেই। সঞ্জয়বাবু তখন সেই মহিলার শরীরে বস্ত্রের ব্যবস্থা করার পাশাপাশি তাঁকে বিস্কুট, জল খাওয়ানোর ব্যবস্থা করেন। সিভিক ভলান্টিয়াররা এনে দেন কলা। যান নিয়ন্ত্রণের ডিউটি করবার পাশাপাশি পুলিশের এই মানবিক ভূমিকায় খুশি হন পথচলতি বহু মানুষও।
