
নিজস্ব প্রতিবেদন ঃ বিশেষ চাহিদাসম্পন্নকে হুইল চেয়ার প্রদান করলেন পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হক। শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য কৃষ্ণা রায়ের হাত দিয়ে করিমূলবাবু তাঁর মানব সদন সেবা সোসাইটির হাসপাতাল থেকে হুইল চেয়ারটি তুলে দেন জেলা পরিষদের সদস্যর হাতে। ডুয়ার্সের ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রামে বাড়ি পদ্মশ্রীর।জাতীয় পুরস্কার পাওয়ার আগে এই গ্রাম থেকেই প্রথম স্বীকৃতি পেয়েছিলেন পদ্মশ্রী। জাতীয় পুরস্কার পাওয়ার পরও পদ্মশ্রীর নেই কোনও অহঙ্কার। গরিব গ্রামবাসীদের সেবায় তিনি দিনরাত নিজেকে উজাড় করে দিচ্ছেন। তাই প্রতিদিনই তাঁর প্রতি মানুষের ভালোবাসা বেড়ে চলেছে।
