
নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের কালচিনি ব্লক প্রশাসন ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্ব আদিবাসী দিবস আয়োজিত হল সোমবার কালচিনি ডিমা যাত্রা ময়দানে।অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক,পুলিশ সুপার,কালচিনির বিডিও,কালচিনি পঞ্চায়েত সমিতির সদস্য।আদিবাসী দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনজাতির মানুষেরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।এদিন অনুষ্ঠানে সরকারি আধিকারিকরা জনজাতির মানুষদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন জয় জোহার সম্পর্কে অবগত করান।এছাড়াও এদিন কালচিনি থানা ময়দান থেকে ধামসা মাদল সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।আদিবাসী জনজাতির বিভিন্ন বয়সের মানুষেরা নিজেদের সাংস্কৃতিক পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় পা মেলান।
