পদ্মশ্রীর হাসপাতালে চিকিৎসা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হকের ক্রান্তি ব্লকের গ্রামে মানব সেবা সদন সোসাইটির হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালে প্রতি মাসের সোমবার করে চিকিৎসা শিবির বসছে।সেই হিসাবে সোমবার সেখানে অনুষ্ঠিত হয় চিকিৎসা শিবির। তাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসকরা উপস্থিত হন। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিলি করা হচ্ছে। এদিন গ্রামের বহু মানুষ চিকিৎসা শিবির থেকে উপকৃত হয়েছেন। পদ্মশ্রী এরজন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।