আদিবাসী দিবসে শিলিগুড়ি শিবমন্দিরে অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ ৯ আগস্ট ছিল বিশ্ব আদিবাসী দিবস। সারা পৃথিবীর আদিবাসীদের শক্তি, সংস্কৃতি, মর্যাদা এবং গর্বের স্বীকৃতিও আমাদের গর্বিত করে। নর্থ বেঙ্গল ট্রাইবাল ইয়ুথ এসোসিয়েশন ৯ আগস্ট আদিবাসী দিবস উপলক্ষে শিলিগুড়ি শিবমন্দির এলাকাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসীদের ভাষা, গান এবং সংস্কৃতি সবার সামনে তুলে ধরাই ছিল এই অনুষ্টানের মূল উদ্দেশ্য | এই অনুষ্ঠানে মধ্যে ছিল আদিবাসী নৃত্য, গান, মাদলের বিভিন্ন তাল এবং বিভিন্ন ঋতুতে কি ধরণের আদিবাসী সুরের গান হয় তা নিয়ে আলোচনা | আদিবাসী খাবারের প্রদর্শন এবং স্বাদ গ্রহণ ও এই অনুষ্ঠানের অংশ ছিল । আদিবাসী সমাজকর্মী, অধ্যাপক, বুদ্ধিজীবী এবং আদিবাসী সম্প্রদায়ের অনেক দর্শক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।