চেল নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের রাজাডাঙা গ্রাম সংলগ্ন চেল নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।পাকা সেতু না থাকায় এলাকার বিস্তীন অঞ্চলের মানুষ সমস্যায় পড়ছেন। বর্তমানে সেখানে বাঁশের সাঁকো রয়েছে। আর সেই সাঁকো দিয়ে কষ্টে নদী পারাপার করেন লোকজন।শুধু তাই নয় তাদের আরও অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। মঙ্গলবার এ বিষয়ে বাইক এম্বুলেন্স দাদা তথা পদ্মশ্রী করিমূল হকও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।