
নিজস্ব প্রতিবেদন ঃ মশার লার্ভা খেয়ে নেয় গাপ্পি মাছ। ফলে মশার বংশ বৃদ্ধি ঘটতে পারে না। এই ভাবনা থেকে শিলিগুড়ি শহরে গাপ্পি মাছের চারা বিতরন শুরু করলো শিলিগুড়ি পুরসভা। শহরের পাঁচটি বরো অফিসের মাধ্যমে ছয় লক্ষ৫০ হাজার গাপ্পি মাছের চারা বিতরন করা হবে। এরমধ্যে তিন লক্ষ ২৫ হাজার চারা বিতরন করা হয়েছে। পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বুধবার বিভিন্ন বরো অফিসগুলোতে বিতরন করেন গাপ্পি মাছের চারা। গৌতমবাবু বলেন, ডেঙ্গু ছাড়াও মশা বাহিত অন্যান্য রোগের প্রকোপ কমাতে এবারে তাদের এই প্রয়াস।
