দার্জিলিং পাহাড়ে হঠাৎ বৈঠক বিমল গুরুং ও বিনয় তামাংয়ের

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার সন্ধ্যায় দার্জিলিং পাহাড়ের রাজনীতিতে পাওয়া যায় এক ইতিবাচক খবর। খবরটি হল, বিমল গুরুং এবং বিনয় তামাং দুই শীর্ষ গোর্খা নেতার রুদ্ধদ্বার বৈঠক। পরস্পর বিরোধী দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক হয়েছে এটাই ইতিবাচক খবর। কিন্তু আগামীদিনে এর জেরে ইতিবাচক, না নেতিবাচক, কোন রাজনীতির খবর আসছে তা এখনো জানা যায়নি।
দীর্ঘ কয়েক বছর পর বিমল – বিনয় মুখোমুখি।মাঝখানে দীর্ঘ সময় গাঢাকা দিয়েছিলেন বিমল গুরুং। ফলে দল সামলাতে হিমসিম খেতে হয় গোর্খা জনমুক্তি মোর্চার পাহাড়ের নেতাদের। মোর্চার দুটি শিবির তৈরি হলে একটি শিবিরের দায়িত্ব কাধে তুলে নেন বিনয় তামাং ও অনিত থাপা। কিন্ত মাঝেমধ্যে সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তা প্রচার হতে থাকে বিমল গুরুঙের । অন্যদিকে বিনয় তামাঙের সমর্থকদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও তরাই – ডুয়ার্সে। পাহাড়ে তৈরি হয় গোর্খা জনমুক্তি মোর্চা ১ ও ২ এর। আগের মতো গোর্খা জনমুক্তি মোর্চার ১ এর হয়ে প্রচার চালায় বিমল গুরুং ও রোশন গিরি অন্য দিকে মোর্চার ২ এর হয়ে প্রচারে নামেন বিনয় তামাং ও অনিত থাপা। ধিরে ধিরে পাহাড় আন্দোলন শান্ত হলে হঠাৎ আত্মাপ্রকাশ ঘটে বিমল গুরুঙের। কিন্তু এরইমধ্যে হঠাৎ একটি গোর্চা জনমুক্তি মোর্চার ২ এর সভাপতি পদ থেকে পদত্যাগের কথা জানান বিনয় তামাং। শুরু হয়ে যায় বিভিন্ন জল্পনা। বুধবার ফের জল্পনাকে উসকে দিলো বিমল গুরুং ও বিনয় তামাং এর বৈঠক।