শিলিগুড়ি বুদ্ধ ভারতি হাইস্কুলে বাল্য বিবাহের বিরুদ্ধে কন্যাশ্রীর দল,জলপাইগুড়িতেও কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার ১৪ই আগস্ট *কন্যাশ্রী দিবস* উদযাপিত হলো শিলিগুড়ি হায়দরপাড়ার বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। এবার আর অতিথিদের হাত দিয়ে নয়, এই অতিমারি পরিস্থিতিতে দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে যারা কন্যাশ্রীর সরকারি অনুদান পেয়েছে তাদের হাত দিয়ে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন সৌন্দর্যায়নের জন্য বেশ কিছু ঝাউগাছ রোপণ করা হয়। তার সঙ্গে এই শিক্ষা বর্ষের জন্য *কন্যাশ্রী দল* ঘোষণা করা হয়, যাদের কাজ হবে তাদের এলাকায় বাল্যবিবাহ রোধ করা এবং ছাত্রীদের জন্য বরাদ্দ সরকারি সুযোগ সুবিধার কথা টার্গেট গ্রুপের কাছে পৌঁছে দেওয়া। এই গ্রুপের মোট সদস্যা ৩১জন। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীর প্রত্যেক শ্রেণী থেকে ছয়জন করে ছাত্রী এবং একজন শিক্ষক সহ মোট ৩১জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত কুমার সিনহা। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের সুযোগ ও আবেদন করার পদ্ধতির ওপর অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেন নোডাল শিক্ষক গৌর কিশোর ঘোষ।প্রধান শিক্ষক বলেন যে শুধু মাত্র নিজে বাল্যবিবাহ না করলেই হবে না, এলাকায় একটি শক্তিশালী জনমত তৈরি করে বাল্যবিবাহ বন্ধ করার উদ্যোগ নিতে হবে। সাথে সাথে ঘরে না বসে থেকে ধারাবাহিক লেখাপড়ার পাশাপাশি হাতের কাজ শিখতে হবে যাতে স্বনির্ভর হওয়া যায় ।
অপরদিকে জলপাইগুড়ি জেলা জুড়ে শনিবার পালিত হল অষ্টম বর্ষ কন‍্যাশ্রী দিবস। সারা বিশ্ব জুড়ে স্বীকৃতি পেয়েছে মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি‌র কন‍্যাশ্রী প্রকল্প।
২০১৩ সালের অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেএই প্রকল্পের সূচনা হয়েছিল। এদিন জলপাইগুড়ি‌ জেলাশাসকের দপ্তরের আরটিসি হলে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন বিষয়ে সেরা হ‌‌‌ওয়া জেলার কয়েকজন কন‍্যাশ্রীকে পুরস্কৃত করেন জেলাশাসক মৌমিতা গোদার বসু। তাদের সকলের হাতে পুরস্কারের চেক তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন জেলাশাসক দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষিকাকেও সম্মান জানানো হয়।