শিলিগুড়ি আর্য্য সমিতি ক্লাব প্রাঙ্গনে টিকাকরন শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়াতে ঐতিহ্যমন্ডিত আর্য্য সমিতি ক্লাব প্রাঙ্গণে এক টিকাকরন শিবির অনুষ্ঠিত হয়। আর্য্য সমিতি ক্লাব এবং শিলিগুড়ি তরাই ব্লাড ব্যাঙ্কের যৌথ উদ্যোগে ওই টিকাকরন শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার, বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ,ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রশান্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি স্বপন সেন এবং সম্পাদক রানা দে সরকার জানিয়েছেন, মোট ২৭৩ জনকে এদিন টিকা দেওয়া হয়েছে। ক্লাবের সমস্ত সদস্যের আন্তরিক সহযোগিতার ফলেই এদিনের অনুষ্ঠান সফল হয়েছে।