গাজলডোবায় বিশেষ র‍্যাফটিং ভারতীয় সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদন ঃ স্বাধীনতা দিবসে গজলডোবায় বিশেষ র‍্যাফটিং ভারতীয় সেনাবাহিনীর। রবিবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড গাজলডোবার তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেল এলাকায় এক র ্যাফটিং বা বোট রেসের আয়োজন করে। তাতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ৭৫টি বোট অংশ নেয়। অংশগ্রহণে ভারতীয় সেনাবাহিনী ছাড়াও ভারতীয় বায়ু সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, এন সি সি সহ মোট ১৮টি টিম ছিল। এই বিশেষ র ্যাফটিং ঘিরে এদিন এলাকায় ছিল অন্যরকম উদ্দীপনা। অনুষ্ঠানে সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা ছাড়াও সাধারণ প্রশাসন, বন ও সেচ দপ্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।