
নিজস্ব প্রতিবেদন ঃ একজন বাইক এম্বুলেন্স দাদা তথা পদ্মশ্রী করিমূল হক। আরেকজন টোটো এম্বুলেন্স দিদি মুনিয়া ওরফে মুনমুন সরকার। রবিবার স্বাধীনতা দিবসের পুন্য লগ্নে শিলিগুড়ি থেকে পদ্মশ্রীর গ্রামে গিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। পদ্মশ্রীকে শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসাবে মুনমুনদেবী তাঁর হাতে তুলে দিলেন দেশের জাতীয় পতাকা, ফুলের তোড়া, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং শহিদ ক্ষুদিরামের ছবি। পদ্মশ্রীও করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী কাজের জন্য মুনমুনদেবীকে শ্রদ্ধা জানালেন।এরপর উভয়েই জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশ মায়ের প্রতি শ্রদ্ধা জানালেন।
