
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ভারতের স্বাধীনতার হীরক জয়ন্তীকে সামনে রেখে শিলিগুড়ি সারদাপল্লী নাগরিক সমিতির ব্যবস্থাপনায় সমিতি কার্যালয়ে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় সেই শিবির অনুষ্ঠিত হয়। সহায়তায় ছিল শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। সারদাপল্লী নাগরিক সমিতির সাধারণ সম্পাদক সুবীর তালুকদার এবং কর্মকর্তা সনৎ ভৌমিক জানিয়েছেন, তাঁরা প্রায়ই মানুষের সেবার ভাবনায় বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন। এবার করোনা পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতে তাদের ওই আয়োজন।
