
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস সর্বত্র শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এদিন সকালে দেশের জাতীয় পতাকা উত্তোলনের পর দেশ মাতৃকা স্মরনে বিভিন্ন শ্রদ্ধা অনুষ্ঠান হয়।
দার্জিলিং ডিস্ট্রিক্ট উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘খেলার জন্য হাঁটো’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন, কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
শিলিগুড়ি পুর সভাতেও ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন । পতাকা উত্তোলন করেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
শিলিগুড়ি মহাবিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন, এন সি সি -র সুসজ্জিত কুচকাওয়াজ, কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
শিলিগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের উদ্যোগে তাদের সংঘ ভবনে ইচ্ছুক গর্ভবতী মায়েদের করোনা ভাইরাসের টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় এদিন।
শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাবের উদ্যোগে এবং শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সহযোগিতায় করোনা ভাইরাসের টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন।বাবুপাড়ায়
ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের (ওয়াই এম এ ক্লাব) উদ্যোগে এবং শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সহযোগিতায় করোনা ভাইরাসের টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় এদিন।
শিলিগুড়ির ৩৯ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে হায়দার পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছোট শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ।
দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস শিলিগুড়ি টাউন ১, ওয়ার্ড নং ২৬ -র উদ্যোগে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বাবুপাড়া বয়েজ ক্লাব ময়দানে।
শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাবের নবনির্মিত ক্লাব ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হয় এদিন।
১ নং ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ফুলবাড়ির সাউথ কলোনিতে।
এনজেপি
যুবভারতী স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস এবং যুবভারতী স্বেচ্ছাসেবি সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্ত দান শিবির ও শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন গুলোকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয় রবিবার। ওইসব অনুষ্ঠানে যোগ দেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। অপরদিকে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবও রবিবার কাওয়াখালির উত্তরীয়াতে
স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। ক্লাবের ২৫বর্ষ পূর্তী উপলক্ষে শিলিগুড়ির কিছু সাংবাদিক ও ক্লাব প্রতিষ্ঠাতাদের মধ্যে কয়েকজনকে জনকে সম্মাননা জ্ঞাপন করা হয়। শিলিগুড়ি সুকান্ত নগরের কুন্ডু পুকুর মাঠে এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক অনুষ্ঠান হয়।
#স্বাধীনতা_দিবসের_আরও_অনুষ্ঠান
রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালিত হল। এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের রনহাট্টা গ্রামের শিশুদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে স্কুল ব্যাগ ও খাতা পেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সোমনাথ বোস, চন্দ্রিমা বোস ও শিক্ষিকা ভাস্বতী বোস । তাছাড়া উপস্থিত ছিলেন মরীচিকার ওয়েলফেয়ার সোসাইটির সদস্য – সদস্যারা এবং রনহাট্টা গ্রামের বাসিন্দারা। অন্যদিকে শিলিগুড়ি বিএড কলেজে স্বাধীনতা দিবস পালন করা হয় আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি ও প্রয়াস ফাউন্ডেশনের তরফে । প্রকাশিত হয়” খবরের ঘন্টা”র স্বাধীনতা সংখ্যা ও ” কলমের ধারা” সাহিত্য পত্রিকার ২য় সংখ্যা। বি এড কলেজের অধ্যক্ষ র হাত দিয়ে পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক গানের অনুষ্ঠান হয় ।
