কৃষ্ণ নগরে স্পোর্টস ভিলেজ, শিলিগুড়ি থেকে আমন্ত্রিত ভারতী ঘোষ

নিজস্ব প্রতিবেদন ঃ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এক অভিনব উদ্যোগ স্পোর্টস ভিলেজ তৈরির প্রয়াস।নদীয়া জেলার কৃষ্ণনগর কালিরহাটে তৈরি সেই স্পোর্টস ভিলেজ। এই স্পোর্টস ভিলেজে উন্নত মানের কোচের মাধ্যমে সুইমিং, স্কেচিং, সুটিং, টেবিল টেনিসসহ আরো বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা করা হয়েছে, যার শুভ সূচনা হয়েছে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিলিগুড়ির প্যাডম্যান বিল্টু চৌধুরী এবং প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ। প্যাডম্যান বিল্টু চৌধুরী বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা সত্যিই গর্বিত।এমন উদ্যোগ গ্রাম বাংলার খেলাধুলা কে সমৃদ্ধ করবে, এবং উঠে আসবে অনেক নতুন প্রতিভা।